ঘরে বসে ইনকাম ৪ ঘন্টায় ১০ হাজার টাকা
বর্তমান সময়ে ইন্টারনেটের সময় । আগে মেয়েরা সংসার জীবনে অনেক কষ্ট করেছেন ।
তখন ইন্টারনেট বা অনলাইন কোনও কিছু ছিল না । কিন্তু এখন প্রায় সব কিছুই
অনলাইন কেন্দ্রিক । তাই সবাই ইচ্ছা করলে ঘরে বসে সহজে আয় করতে পারে। আয় করার
নানা পদ্ধতি আছে। যেমন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ।
এমন না যে আজকে শুরু করলাম আর কালকে থেকে টাকা আয় হবে । নানা প্রলোভন ও
প্রচারণার ফাঁদ রয়েছে অনলাইনে । তাই সতর্ক হয়ে সব কিছু জেনে বুঝে অনলাইনে আয়
করার পথ বেছে নিতে হবে।
পোস্ট সূচীপত্র ঃ ঘরে বসে
শিখার কিছু সহজ উপায়
ড্রপশিপিং
ড্রপশিপিং হচ্ছে ই কমার্স বা অনলাইন পণ্যবিক্রির একটু ভালো
মাধ্যম। এই মাধ্যমটি এমন একটি মাধ্যম যেখানে দোকান লাগে না,ইনভেস্ট
করা লাগে না। প্রথমে সোশ্যাল মিডিয়াতে একটি অনলাইন দোকান খুলতে হয়। দোকান
খোলার পর অ্যামাজন বিভিন্ন ওয়েবসাইট থেকে ভালো ভালো পণ্যের বিজ্ঞাপন দিতে
হবে। এর পরে কাস্টমার যখন পণ্যের অর্ডার করবে তখন আপনি ই কমার্স থেকে
অর্ডার করে কাস্টমারকে দিয়ে দিবেন । এক্ষেত্রে আপনি ফেসবুক পেজের মাধ্যমে
ইনকাম করতে পারবেন।
গুগল অ্যাডসেন্স থেকে আয়
ঘরে বসে ইনকাম করার আরেকটি পদ্ধতি হল গুগল অ্যাডসেন্স। এই
পদ্ধতিতে খুব সহজেই ঘরে বসে ইনকাম করা যায়। এই পদ্ধতিতে প্রথমে আপনার একটু
ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে হবে। সেই ব্লগে বা ওয়েবসাইটে বিভিন্ন কোম্পানির
বিজ্ঞাপন দিতে হবে। কাস্টমার যখন সেই বিজ্ঞাপনের সাইটে যাবে তখন গুগল
অ্যাডসেন্স টাকা দেবে। কাস্টমাররা যত বেশি সেই সাইটে ভিজিট করবে তত বেশি টাকা
পাবে ।
অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ঘরে বসে ইনকাম করার একটি সহজ পদ্ধতি। এর
মাধ্যমে আপনার ওয়েবসাইটে সে সব পণ্যের বিজ্ঞাপন করা। বিজ্ঞাপন যত দেখবে
তত আপনার কমিশন বৃদ্ধি পাবে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর শীর্ষ প্রতিষ্ঠান
হচ্ছে অ্যামাজন। আর আমাদের দেশে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটি
প্রতিষ্ঠান যেমন - দারাজ ।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
ঘরে বসে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইনকাম করা যায়। সোশ্যাল মিডিয়া
মার্কেটিং বলতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি । এই সব মাধ্যম
ব্যবহার করে ঘরে বসে মেয়েরা সহজেই করতে পারবে।
ইউটিউব থেকে আয়
ঘরে বসে ইনকাম করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম ইউটিউব ।
ইউটিউব থেকে আয় করতে হলে প্রথমে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে
হয় । তারপর নিয়ম অনুযায়ী সেই ইউটিউব চ্যানেলে ভালো মানের ভিডিও
আপলোড করতে হয়। যত বেশি আপনার ইউটিউব চ্যানেলে ভিউ হবে তত বেশি
ইনকাম বাড়বে । কমপক্ষে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব
প্রয়োজন। আপনার চ্যানেলে ভিউ বেশি হলে বিজ্ঞাপন কোম্পানি আপনার
চ্যানেলকে তার বিজ্ঞাপন দেখানোর জন্য নিয়োগ করবে । এতে করে আপনার
আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে । আয় বৃদ্ধি করার আরেকটি উপায় হচ্ছে
রুচিশীল, সৃজনশীল এবং বাস্তব-বস্তুনিষ্ট শিক্ষণীয় বিষয়ের উপর
ভিডিও আপলোড করা । এতে করে ঘরে বসে মেয়েদের ইনকাম আরো
অনেক বৃদ্ধি পাবে ।
রান্নার ভিডিও থেকে আয়
আমাদের দেশের বা অন্য কোনও দেশের মেয়েদের রান্নার উপর আলাদা উৎসাহ বা
দুর্বলতা থাকে । অনেকে রান্না করতে পারে, আবার অনেকে পারে না । বিভিন্ন
কারণে বা পড়াশোনার জন্য অনেকে রান্না করার ইচ্ছে থাকলেও পরিবেশ পরিস্থিতির
কারণে হয়ে ওঠে না । কিন্তু সেই মেয়ে যখন সংসার জীবনে সম্মুখীন হয় তখন বিরুপ
পরিস্থিতির মধ্যে পড়ে । এজন্য রান্না করা অনেকে শিখতে চায় । এর জন্য
আপনি যেহেতু ভাল রান্না করতে পারেন সেক্ষেত্রে আপনার রান্না করার ভিডিও আপলোড
করে ইউটিউব বা ফেসবুকে দিতে পারেন । এতে করে অনেকে আপনার ভিডিও দেখে
রান্না শিখতে পারে । অনেক বাচ্চারা আছে একই রকম খাবার খেতে চায় না আবার
অনেক মেয়ে আছে তাদের স্বামীদেরকে একটু ভ্যারাইটি খাবার খাওয়াতে চায়, যেটা সেই
মহিলা রান্না করতে পারে না । তখন আপনার রান্নার ভিডিও দেখে সেই
রান্নাটা শিখতে পারে এবং বানাতে পারে । রান্না করে উনার ফ্যামিলির সব সদস্যকে
খাওয়াতে পারে । এতে করে করে সবাই খুশি হয় । তখন সেই মহিলা নিজেকে
খুব ভাগ্যবান মনে করে । এতে করে সেই মহিলা আরও অনেক মহিলাকে আপনার
ভিডিও সম্পর্কে বলে । এতে করে আপনার চ্যানেল বা ভিডিওটা আরও প্রচার ও
প্রসার ঘটে । এভাবে ঘরে বসে অনেক টাকা আয় করা যায়।
দর্জি থেকে আয়
ঘরে বসে মেয়েদের ইনকাম করার আরেকটি উপায় হচ্ছে দর্জির কাজ বা সেলাই করা
। আপনি যদি সেলাইয়ের কাজ জানেন এবং আপনার একটি সেলাই মেশিন থাকে তাহলে
সহজেই ঘরে বসে ইনকাম করতে পারবেন । আমাদের বাসাতে প্রায় সময় বাচ্চাদের এবং
বড়দের কাপড় ছিঁড়ে যায় বা নতুন কিছু তৈরির প্রয়োজনীয়তা পড়ে । তখন বাইরে
না চেয়ে ঘরে সেলাইয়ের কাজ করা যায় । এতে খরচও হয় না । আপনি যেহেতু
সেলাই এর কাজ জানেন সেহেতু আপনি "দর্জির কাজ শেখানো হয়" সেই সব ভিডিও আপলোড
করে ঘরে বসে ইনকাম করতে পারেন ।
বিউটি পার্লার থেকে আয়
অনেক মেয়ে আছেন প্রতিদিন বিভিন্ন কাজে বাইরে যেতে হয় । এ জন্য নিজেকে তৈরি
করতে হয় । আপনার বিউটি পার্লার থাকলে সেই মহিলা বা মেয়ে খুব সহজে আপনার
পার্লের সেবা নিয়ে নিজেকে তৈরি করে তার কর্ম বা অন্য কোনও জায়গাতে যেতে
পারে । বিউটি পার্লার সাধারণত বাসাবাড়িতে হয়ে থাকে । এতে করে সকলের অনেক
সুবিধা হয় । এভাবে ঘরে বসে ইনকাম করা যায়।
ব্লগিং করে অনলাইনে আয়
অনেকে ঘুমাতে পছন্দ করে, আবার অনেকে বেড়াতে ভালোবাসে ,আবার
অনেকে লেখালেখি পছন্দ করে । তাদের জন্য ব্লগিন একটি ঘরে বসে আয় করার
চমৎকার উপায় । অনেকে বক্তৃতা দিতে পছন্দ করে । আবার অনেকে
বক্তৃতা দিতে পারেন না । সেই ব্যক্তি তখন লেখালেখি করে তাঁর মনের ভাব
বা বিষয় প্রকাশ করে । ব্লগে নিয়মিত মানসম্পন্ন বিষয়ে লেখালেখি করে বিজ্ঞাপন
কোম্পানী কাছ থেকে আয় করা যায় । যেমন স্পনসরশিপ ইত্যাদি থেকে ঘরে বসে মেয়েরা
আয় করতে পারে।
অনলাইনে টিউশন করে ইনকাম
আমাদের মধ্যে অনেকে শিক্ষকতা পেশাকে পছন্দ করে । আমাদের দেশে অনেক মেয়ে আছে
যারা নিজেদের পড়ার খরচ নিজেরা মেটাতে পারেন না । সেই সব মেয়েরা
বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইট বা অ্যাপে রেজিস্ট্রেশন করে ছাত্রছাত্রীদেরকে
অনলাইনে ক্লাস নিতে পারে ৷ এছাড়া নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে
ছাত্রছাত্রীদের অনলাইনে টিউশনী করে ঘরে বসে ইনকাম করতে পারে।
গ্রাফিক ডিজ়াইন শিখে আয়
গ্রাফিক ডিজাইন একটি ক্রিয়েটিভ কাজ । গ্রাফিক ডিজাইনার সকলে
হতে পারে না । এটা শেখার জন্য অনেক অধ্যাবসায় প্রয়োজন এবং প্রচুর
প্র্যাক্টিস করলে সে এই বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে । মার্কেটে ব্যাপক
চাহিদা যেমন পোস্টার, ব্যানার, লোগো ইত্যাদি তৈরি করে এসব কাজে দক্ষ হয়ে
উঠলে বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানী আপনাকে কাজ দেবে । এই ভাবে ঘরে
বসে মেয়েরা আয় করতে পারে।
ঘরে বসে হন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
বর্তমানে চাকুরী বাজারের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটি লোভনীয় কাজ ।
পৃথিবীর যেকোন প্রান্তে যেকোন কোম্পানির আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
হতে পারেন । আপনাকে সেই কোম্পানির একটি কাজ দিবে একটি নির্দিষ্ট
সময়ের মধ্যে । আপনাকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ শেষ করতে হবে।
বর্তমানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যাপক চাহিদা । এই কাজে যে যত
বেশি দক্ষ সে তত বেশি ঘরে বসে আয় করতে পারেন ।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
এই মাধ্যমটি একটি চাহিদাসম্পন্ন মাধ্যম । আমরা
প্রথমে কোনও কিছু জানতে বা কোন পণ্য ক্রয় করার জন্য সেই বিষয়ে তথ্য
জানার জন্য আমরা গুগলে বা ইউটিউবে সার্চ দিয়ে থাকি । সার্চ দেওয়ার পর
প্রথমে যে কনটেন্টগুলো আসে সেই মোতাবেক পণ্য ক্রয় করি বা তথ্য সংগ্রহ
করে থাকি । সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে সিরিয়াল
ফ্যাক্টর নির্ভর করে । এই ধরনের কাজ শিখে আপনি ঘরে
বসে সহজে ইনকাম করতে পারেন ।
উপহার বানিয়ে ইনকাম
প্রায় সব মানুষই উপহার দিতে এবং নিতে পছন্দ করে । এজন্য ঘরে
উপহার সামগ্রী যেমন - মগ, নকশিকাঁথা ইত্যাদি বানিয়ে সহজে ঘরে বসে আয়
করতে পারে।
পিঠা তৈরি করে আয়
আমাদের দেশে সকলেই কমবেশি পিঠা পছন্দ করে । তবে শীতকালে বেশি পিঠা
খাওয়া হয় । আমাদের দেশের এক এক অঞ্চলে এক এক ধরনের পিঠার
প্রচলন আছে । তাই সব মেয়েরা সব ধরনের পিঠা তৈরি করতে পারে না বা জানে না । এ
জন্য আপনি পিঠা তৈরি করে অনলাইনে বা মার্কেটে পিঠা বিক্রি করে
আয় করতে পারেন । আপনার পিঠা যত বেশি সুস্বাদু উচ্চমানের হবে তত বেশি আপনি
আয় করতে পারবেন।
পরিশেষে আমার মতামত
ঘরে বসে আয় করা এখন আর স্বপ্ন নয় বাস্তবতা । সকল মার্কেট প্লেসে এসব
কাজের প্রচুর চাহিদা রয়েছে। দরকার শুধু নিজের দক্ষতা বৃদ্ধি করে সঠিক পথ বেছে
নেওয়া । তাই আর সময় নষ্ট না করে আপনার পছন্দের বিষয় নিয়ে ঘরে বসে সহজেই আয়
করতে পারেন।
head 1ছুটির কারন |
head 2্দিন |
head 3্তারিখ |
row1 col 1শব-ই-বরাত |
row1 col 2সোমবার |
row1 col 3২১ফেব্রুয়ারী (১৩ ফাল্গুন) |
row2 col 1জুমাতুল বিদা |
row2 col 2শক্রবার |
row2 col 3০৫ এপ্রিল (২২চেচ্ত্) |
row3 col 1ঈদ-ইল-ফিতর (ঈদের পুর্বে ও পরের দিন) |
row3 col 2বুধবার ও শক্রবার |
row3 col 3১০ ও ১২ এপ্রিল (২৭ ও ২৯ চেওত্র) |
row4 col 1জুমাতুল বিদা |
row4 col 2রবিবার |
row4 col 3১৪ এপ্রিল (১ বেশাখ ) |
row5 col 1ঈদ-ইল-আযহা (ঈদের পুর্বে ও পরের দিন) |
row5 col 2রবিবার ও মঙ্গলবার |
row5 col১৬ ও ১৮ জুন( ২ ও ৪ আসাড় ) 3 |
row6 col 1মুহাররম (আশুরা) |
row6 col 2বুধবার |
row6 col 3১৭ জুলাই ( ২ শ্রাবন ) |
গ্লোবাল বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url