শিক্ষা
শিক্ষা কি ? শিক্ষা হচ্ছে একজন মানুষের প্রথম ধাপ। শিক্ষা বলতে শুধু পড়া-লেখাকে বলা হয় না। একজন শিশু প্রথম শিক্ষা পায় তার মায়ের কাছ থেকে। তারপর বাবার কাছ থেকে । তারপর সমাজের কাছ থেকে। এইভাবে সৈই শিশু বড় হতে থাকে । আমরাও এইভাবে বড় হয়েছে । কিন্ত এখন মনে হয় সব কিছু উল্ট হচ্ছে ।
তাই অনেক কষ্ট হয় নিজেকে নিয়ে, নিজের সন্তানদেড়কে নিয়ে, এই সমাজ এই দেশকে নিয়ে।
মাঝে-মধ্যে এখন ছোটোবেলার পুরোনো সূতি মনে পড়ে আর খুব কষ্ট লাগে ।
গ্লোবাল বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url